রংপুরের হতদরিদ্র চাষীরা অস্ট্রেলিয়ান
‘সুমিষ্ট জাম্বু ঘাস’
উৎপাদনের মাধ্যমে বৈপ্লবিক
অর্থনৈতিক সফলতা অর্জন করেছেন।
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয়
জেলাগুলোর চর এলাকার মানুষ ২০০৮
সাল থেকে মিষ্টি জাতের ‘জাম্বু
ঘাস’ চাষ শুরু করে তাদের
জীবনযাত্রার মান উন্নয়নের
সফলতা এনেছেন।
যুক্তরাজ্যভিত্তিক
সংস্থা ‘ইউকেএইড’-এর আর্থিক
সাহায্যে পরিচালিত চর
লাইভলিহুড কর্মসূচির (সিএলপি)
আওতায় বেশকিছু
বেসরকারি সংস্থার সহায়তায়
ব্রহ্মপুত্র অববাহিকার চরাঞ্চলের
মানুষ এ ঘাস চাষ শুরু করেন।
অর্থনৈতিক সফলতার
কারণে পরবর্তী বছরগুলোতে ‘সুমিষ্ট
জাম্বু ঘাস’ চাষে চাষীদের আগ্রহ
বেড়ে যায়।
এই ঘাস খাওয়ানোর ফলে গাভীর দুধ
প্রদানের পরিমাণ যেমন দ্বিগুণ হয়
তেমনি পশু মৃত্যুও হ্রাস পায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন