শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
রংপুরের আলু সীমানা ছাড়িয়ে !
রংপুর,
নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রাম
জেলা থেকে প্রায় এ পর্যন্ত ২০ লাখ
মেট্রিকটন
গ্রানুলা জাতের আলু
রফতানি করা হয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর
ও
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে।
রফতানিকারকরা পটেটো মেস ব্যাগে ৪
কেজি, ৫
কেজি, ১০ কেজি ও ২০ কেজি করে ১০০
গ্রাম
থেকে ২৫০ গ্রাম ওজনের গ্রানুলা জাতের
আলু
প্যাকেটবন্দি করে চট্টগ্রাম নৌপথের
মাধ্যমে বিদেশের বাজারে রফতানি করছে।
আরও
জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ ও
চট্টগ্রামের
বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠান এ
অঞ্চলের
বিভিন্ন এজেন্টের মাধ্যমে রংপুরের
বালাবালী,
পাগলাপীর, ধনতোলা, তপোধন, মাহিগঞ্জ,
পীরগাছা, গঙ্গাচড়া, মিঠাপুকুর এলাকায়
ভেন্যু
করে আলু সংগ্রহ ও পরিষ্কার
করে প্যাকেটজাত
করছে। এছাড়াও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ,
নীলফামারীর কিশোরগঞ্জ, জলঢাকা, ডিমলা,
দিনাজপুরের বীরগঞ্জ, চিরিরবন্দর,
সেতাবগঞ্জ,
কুড়িগ্রামের কাঁঠালবাড়ি এলাকাতেও
একইভাবে কাজ চলছে বলে বিভিন্ন
সূত্রে জানা যায়।
এছাড়াও চাহিদানুযায়ী মানসম্পন্ন আলু
রপ্তানি করা গেলে আগামী দুই মাসে প্রায়
৩৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন
করা সম্ভব।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন